নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

প্রয়াত চিত্রনায়ক মান্নার ৮ম মৃত্যু বার্ষিকী আগামীকাল বুধবার, ১৭ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে বিশেষ মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। মান্না ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজকও।

১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম আভিনীত ছবি তওবা মুক্তি পায় ১৯৮৪ সালে। আমৃত্যু তিনি চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে ছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে মান্না উপহার দিয়েছেন প্রায় সাড়ে তিন শতাধিক ছবি। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সিপাহী, যন্ত্রনা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাশ, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, কাবুলিওয়ালা ইত্যাদি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় নায়ক মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।