আলিয়ঁস ফ্রঁসেজে গ্রুপ চিত্রের প্রদর্শনী


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘অনুভূত আলো আঁধার-২’ শীর্ষক গ্রুপ চিত্রের প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর শুভ উদ্বোধন হবে শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন সুপরিচিত চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প সমালোচক সামসুল ওয়ারেস। আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক জনাব ব্রুণো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানাবেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

‘অনুভূত আলো আঁধার-২’ শীর্ষক গ্রুপ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা হলেন শিল্পী রশিদুল আলম, আল- আখির সরকার, মো. আজমল হোসেন, সৈয়দ ফিদা হোসেন, সুলতান ইশতিয়াক। পাঁচ শিল্পীর আঁকা প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। তাদের ছবিগুলোতে শৈল্পিকভাবে প্রাকৃতিক আলো এবং আঁধারের মাধ্যমে মানুষের প্রাত্যহিক জীবনের দৃষ্টিকোণ থেকে সুখ এবং দু:খ প্রকাশ করা হয়েছে। এই শিল্পকর্মে অংশগ্রহণকারী শিল্পীরা আলো এবং অন্ধকারের মৌলিক প্রকৃতি চমৎকার শৈলী এবং নকশার ব্যবহার করে এটিকে একটি সুষম চিত্রকর্মে রূপ দিয়েছে।   

আলো এবং অন্ধকারের দৃঢ় ভারসম্যের মাধ্যমে এই চিত্রকর্মগুলোতে আলো এবং অন্ধকার পরস্পরের উপর নির্ভর উপাদান হয়ে উঠে যা আবেগীয় এবং এটি চিত্রকলার উপাদানসমূহের মধ্যে নিহিত।

প্রদর্শনীটি চলবে ৮ ই মার্চ ২০১৬ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। রোববার সাপ্তাহিক বন্ধ।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।