‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই, যা বললেন ফারুকী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’ প্রেক্ষাগৃহে দেখাতে কোনো বাধা নেই। বিষয়টি গণমাধ্যমকে আজ (২১ জানুয়ারি) দুপুরে জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে আজ (২১ জানুয়ারি) আপিল বোর্ডের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল কমিটির সদস্যরা শুনানির সময়ে সিনেমাটির নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন। এর উপর ভিত্তি করে সিনেমাটি নিয়ে মতামত প্রদান করেন কমিটির সদস্যরা।

আরও পড়ুন: মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই

এ প্রসঙ্গে নির্মাতা ফারুকী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘কেমন অনুভূতি হয় যখন আপনি দেখেন সারাদুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেরে! এই কয় বছর তাই লাগছিলো!
বাইরে থেকে কি মনে হয় জানি না, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই!’

সিনেমাটির মুক্তির ব্যাপারে লড়াই প্রসঙ্গে ফারুকী লেখেন, ‘গত চার বছর ধরে শনিবার বিকেল নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেরে অদরকারি ভাবার সাথে যে অনুভুতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকীত্ব।’

আরও পড়ুন: দৃশ্য সংযোজন করলে ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা থাকবে না

‘শনিবার বিকেল’ সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফারুকী লেখেন, ‘কিন্তু এই কয় মাস শনিবার বিকেলের মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাই-বোন, এবং সমাজের সব স্তরের মানুষ যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সঙ্গে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাই-বোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা।’

আপলি বোর্ডের আজকের (২১ জানুয়ারি) রায়ের ব্যাপারে ফারুকী লেখেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপীল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তারপরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’

ফারুকী আপিল বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘এই সুযোগে আমি আপীল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।

শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেনো কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই।’

সব শেষে ফারুকী কিছুটা অভিমানের ভাষায় ব্যক্ত করেন, ‘সবাই ভালো থাকবেন।
আমি এখন একটু ঘুমাবো!’

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।