আজ বিটিভিতে দেশের গান গাইবেন কোনাল-পিজিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ মার্চ ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের সংগীত যাত্রা শুরু হয় ২০০৯ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে ২০১৩ সালে পিজিতের সংগীত শুরু নিজ চট্টগ্রামে ব্যান্ডসংগীত দিয়ে।

২০১৯ সালে গান ভালোবেসে গানের জন্যই নিজ শহর ছেড়ে ঢাকা আসেন। এখন নিয়মিত কাজ করছেন টিভি, স্টেজ এবং অডিও ইন্ডাস্ট্রিতে।

আজ শনিবার (১৮ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এই দুই শিল্পী গাইবেন দেশের গান। অনুষ্ঠানের নাম ‘সংগীতাঙ্গন’।

স্বাধীনতা দিবসের বিশেষ এ পর্ব নিয়ে খুব উচ্ছ্বসিত পিজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনাল আপু আমার অনেক পছন্দের, অনেক স্নেহ করেন আমাকে। আপুর সাথে একই অনুষ্ঠানে গাওয়া ভাগ্যের ব্যাপার। মাহবুবা ফেরদৌস আপার প্রযোজিত এই অনুষ্ঠানে আমরা তিনটি করে দেশের গান করবো। সামনেই আপুর আর আমার দ্বৈত গান দিয়ে আমার নিজের ইউটিউব চ্যানেল পিজিত মহাজন অফিসিয়ালের যাত্রা শুরু হচ্ছে, গানের শিরোনাম ‘তোকে কত ভালোবাসি’।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।