গিনেস বুকে নাম লেখাচ্ছেন সোনাক্ষি!


প্রকাশিত: ১১:২২ এএম, ০৩ মার্চ ২০১৬

বলিউডে পা রাখার পর থেকে তেমন কোনো রেকর্ডের অংশীদার হতে পারেননি বলিউড তারকা সোনাক্ষি সিনহা। তবে এবার বিশ্বরেকর্ডের অংশীদার হতে চলেছেন বলিউড কিংবদন্তী শত্রুঘ্ন সিনহার কন্যা।

যদিও সেটা অভিনয়ে মাধ্যমে নয় তবু এই খবরে সাড়া পড়েছে বলিউডে। জানা গেছে, আসছে নারী দিবসে এক অভিনব কাজ করার মধ্যে দিয়ে গিনেস বুক অব রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন সোনাক্ষি।

আগামী ৮ই মার্চ বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব নারী দিবস। আর এদিনই গিনেস বুক আয়োজন করতে যাচ্ছে একসঙ্গে সব থেকে বেশি মানুষ মিলে নখে রং করার রেকর্ড। তাই সেদিন সোনাক্ষি একা নন, একই সাথে নাম উঠবে আরো অনেক নারীর। এ বিষয়ে সোনাক্ষি জানান, ‘সব সময়ই শুনে এসেছি কেউ বিশ্ব রেকর্ড গড়ছেন, কেউ ভাঙ্গছেন। রেকর্ড গড়া সম্মানের বিষয়। আর রেকর্ড গড়ার এমন সুযোগ কে-ই বা হাত ছাড়া করতে চায়।’

আপাতত বলিউডে অবসর দিন কাটাচ্ছেন সোনাক্ষি সিনহা। শোনা যায়নি তার নতুন কোনো ছবিতে কাজ করারও কথা।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।