কনটেন্ট প্রোভাইডার প্রিমিয়ার লিগ শুরু


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ মার্চ ২০১৬

দেশের শীর্ষস্থানীয় ৮টি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস কনটেন্ট প্রোভাইডার (সিপি) প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে কনটেন্ট প্রোভাইডার প্রিমিয়ার লিগ (সিপিপিএল) ২০১৬। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠ ও শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে কনটেন্ট প্রোভাইডার প্রিমিয়ার লিগ (সিপিপিএল) এর উদ্বোধন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান।

শামীম আহসান বলেন, কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে সাফল্যের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। আর শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাই আমাদেরকে নিয়মিত ক্রীড়া চর্চা বা খেলাধুলা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কনটেন্ট প্রোভাইডার অ্যান্ড অ্যাগ্রিগেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিপিএএবি) সভাপতি এটিএম মাহবুবুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।