চ্যানেল আইতে আগুনের পরশমনি


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১০ মার্চ ২০১৬

বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আইতে আগামী শনিবার, ১২ মার্চ বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘আগুনের পরমনি’। মুক্তিযুদ্ধের উপর নির্মিত এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ।

ছবিটিতে মুক্তিযুদ্ধা চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এছাড়াও অভিনয় করেছেন বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান, লুৎফর রহমান জর্জ, শীলা আহমেদ প্রমুখ।

ছবির কাহিনিতে দেখা যায় ১৯৭১ সালের অবরুদ্ধ পরিবেশে বাস করে সরকারি কর্মকর্তা আবদুল মতিন তার স্ত্রী, দুই কন্যাকে নিয়ে। হঠাৎ একদিন এই পরিবারে আশ্রয় গ্রহণ করে মুক্তিযোদ্ধা বদিউল আলম। গোপনে সে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অপারেশনের প্রস্তুতি নিতে থাকে। বদি ও অন্যান্য মুক্তিযোদ্ধা ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি সফল অপারেশন পরিচালনা করে। একদিন অপারেশন করতে গিয়ে সে মারাত্মক আহত হয়ে ফেরত আসে।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া অনুদানের ছবি ‘আগুনের পরশমনি’ আটটি শাখায় জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।