তাসকিনের অ্যাকশন সম্পূর্ণ বৈধ: হিথ স্ট্রিক


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ মার্চ ২০১৬

দীর্ঘদিন ছিলেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক। দলটির বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হিথ স্ট্রিক। একজন পেসার হিসাবে ভালো করেই জানেন, কিভাবে বোলিং করতে হয়। বর্তমানে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বেশ কিছুদিন ধরে। ফলে খুব ভালোভাবেই তিনি চেনেন বাংলাদেশ দলের খেলোয়াড়দের। তবে বিশ্বাস নয়, সততা থেকেই হিথ স্ট্রিক বলেছেন, তাসকিন আহমদের বোলিং অ্যাকশন সম্পূর্ণ ঠিক এবং বৈধ।

শনিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বোলিং কোচ বলেন, ‘প্রথম থেকে বর্তমান পর্যন্ত তার ফুটেজ দেখেছি, আমার চোখে কোন পরিবর্তন দেখা যায়নি। কোচিং স্টাফ এবং অন্যান্যরাও এটা দেখেছে। আমাদের বিশ্বাস তার বোলিং সম্পূর্ণ ঠিক আছে। আমি আত্মবিশ্বাসী। তাকে সমর্থন দিতে এই কথা বলছি না। সত্যতা যাচাই করেই বলছি। আমি বিশ্বাস করি, তার বোলিং ঠিক আছে এবং বিশ্বকাপে আমাদের হয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করায় প্রথমে কিছুটা হতাশ ছিলেন তাসকিন। তবে পরীক্ষায় উতরে যেতে তিনি শতভাগ আত্মবিশ্বাসী রয়েছেন বলে জানান বোলিং কোচ। এ প্রসঙ্গে স্ট্রিক আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ম্যাচের ফুটেজ এবং আগের ফুটেজ যা আমাদের ছিল তা দেখে সে খুব খুশি। আমাদের কোন অজুহাত দেবার প্রয়োজন নেই। তার বোলিং অ্যাকশন সম্পূর্ণ ঠিক এবং আইনসম্মত। আমাদের শুধু একটা নিয়মে যেতে হবে তা হলো একটা টেস্ট দিতে হবে। আশা করি সে খুব সহজেই উতরে যাবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। তাই শনিবার চেন্নাইয়ে বোলিং পরীক্ষা দিয়েছেন সানি। তবে ওমানের বিপক্ষে ম্যাচ খেলে সোমবার পরীক্ষা দিতে যাবেন তাসকিন।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।