চলচ্চিত্রে অভিনয় করলেন গায়ক পুলক


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৫ মার্চ ২০১৬

সুফি ঘরানার গান গেয়ে আলাদা পরিচিতি পেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পুলক অধিকারী। গায়কীর ভিন্নতা তাকে দিয়েছে স্বাতন্ত্রও। অডিও গানের পাশাপাশি সাম্প্রতিককালে চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তিনি।

তবে নতুন খবর হলো, পুলক এবার নিজেই হাজির হচ্ছেন রূপালি পর্দায়। তিনি জাগো নিউজকে জানালেন, মিনজাহ অভি পরিচালিত ‘মেঘ কন্যা’ ছবির একটি গানের দৃশ্যায়নে ফেরদৌস এবং মুনমুনের সঙ্গে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি গানটির দৃশ্যধারণ হয়েছে বান্দবানের নীলাচলে।

‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’- এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন কবির বকুল। শওকত আলী ইমনের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, পুলক ও হৃদ্র।

পুলক বলেন,  ‘আগে চলচ্চিত্রের জন্য গান করেছি। এবার গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করতে হলো। সত্যি দারুণ এক অভিজ্ঞতা। অনেক প্রস্তুতি নিতে হয়েছে কাওয়ালি ঢংয়ের গানটিতে অভিনয় করতে গিয়ে। আশা করি, আমার গান ও অভিনয় সবার ভালো লাগবে।’

এই ছবি দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রের অভিনয়ে ফিরলেন একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।