টেলিছবিতে মুক্তিযুদ্ধের খোঁজ


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৫ মার্চ ২০১৬

স্বাধীনতার মাস মার্চ। এই মাসেই উড়েছিলো প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। এ মাসের ৭ মার্চেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। এ মাসেই পাক হানাদারেরা স্বশস্ত্র হামলা চালিয়েছিলো নিরস্ত্র বাঙালিদের উপর।

যার প্রতিবাদে দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো বাংলার মানুষ। তাই বছরের অন্যান্য সময়গুলোর চেয়ে এই মাসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। সেই গুরুত্বকে বুকে নিয়ে চলতি মাসে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।

তারমধ্যে আগামী ১৬ মার্চ বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স নিবেদিত মুক্তিদ্ধের টেলিছবি ‘মুক্তিযুদ্ধের খোঁজে’। এর চিত্রনাট্য করেছেন তির্থক আহসান রুবেল ও পরিচালনা করেছেন আশিক ইব্রাহিম।

টেলিছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, নাদিয়া, এ্যালেন শুভ্র, শাহেদ প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।