কুমিল্লায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২০ মার্চ ২০১৬

কুমিল্লায় অস্ত্রসহ আওরঙ্গজেব ওরফে ডাকাত আওরঙ্গ দাদাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ডাকাত আওরঙ্গ নগরীর ভাটপাড়া এলাকার মৃত আবুল হোসেন মিস্ত্রীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম ও এসআই শাহ কামাল আকন্দসহ পুলিশের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় অভিযানে যায়। রোববার ভোরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আওরঙ্গজেব ওরফে ডাকাত আওরঙ্গ দাদাকে (৩৮) গ্রেফতার করে। পরে আড়াইওরা এলাকায় তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভিতর থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, গ্রেফতার ডাকাত আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।