হাফসেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মাশরাফি


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২১ মার্চ ২০১৬

ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনো ক্রিকেট মাঠে খেলে যাচ্ছেন মাশরাফি; কিন্তু তিনি যে আর বেশি দিন ক্রিকেটাঙ্গনে থাকছেন না সেটাও আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে খ্যাতি কুড়িয়েছেন বাংলাদেশের সফল অধিনায়কের। আর মাত্র একটি জয় পেলেই মাশরাফির নেতৃত্বে সবথেকে বেশি জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।

তবে সেটা যদি মাশরাফির ৫০তম অধিনায়কত্বের ম্যাচে হয় তাহলে একটু বেশিই স্পেশাল হবে তার জন্য। যদিও তাসকিন এবং সানির নিষেধাজ্ঞায় মাশরাফির আনন্দ ফিকে হয়ে গেছে। বিমর্ষ হয়ে গেছেন মাশরাফি। তাদের জন্য হলেও অসিদের বিপক্ষে ম্যাচ জিততে চান বাংলাদেশের দলপতি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। তার আগে হাবিবুল বাশার  ৮৭ ম্যাচ), মুশফিকুর রহিম (৮৪ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (৬২ ম্যাচ), সাকিব আল হাসানের (৬২ ম্যাচ) পঞ্চাশের বেশি ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তবে হাবিবুল বাশার কোন টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেননি।

বাশার এবং মাশরাফি অধিনায়ক থাকাকালীন বাংলাদেশ সবচেয়ে বেশি ৩০টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। আর একটি জয় পেলেই বাশারকে টপকে রেকর্ডটা নিজের করে নেবেন ডানহাতি এ পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। ভয়ডরহীন ক্রিকেটের নেতৃত্ব দেয়া মাশরাফি নিজের হাফসেঞ্চুরির ম্যাচে মনে প্রাণে জয় চাইবেন ভক্তরা।
 
আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।