বাংলা একাডেমিতে অপারেশন জ্যাকপট


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৪ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চায়ন হতে যাচ্ছে নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা’র প্রযোজনা ‘অপারেশন জ্যাকপট’। ২৬ মার্চ বাংলা একাডেমির নজরুল মঞ্চে সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেছেন ড. তানভীর আহমেদ সিডনী ও নির্দেশনা দিয়েছেন ড. শাহাদাৎ হোসেন নীপু। নাটকটিতে অভিনয় করবেন, ফয়সাল, রাজীব, পরান, ধীরেন, উপল, অন্তরা, ইমরান, ইনামুল হক, ত্রিশি সহ অনেকে।

নাটকে দেখা যাবে একদল নৌ মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ নেয়। তারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অপারেশনের জন্য আসে। এই মুক্তিযোদ্ধারা পাড়ি দেয় পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকার-আলবদর অধ্যুষিত এলাকা। মুক্তিযোদ্ধারা তাদের যাত্রাপথে শংকা থাকলেও সহায়তা পায় স্থানীয় বাঙ্গালিদের। মুক্তিযোদ্ধাদের মনে জাগরুক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। তারা জানে জয় ছিনিয়ে আনতে হবে। একজন যোদ্ধার প্রাণে তার বাবার মৃত্যুশোক ফেনিয়ে উঠছে। তিনি ভুলতে পারেন না। বাবার মৃতদেহ উঠানে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।