কুপ্রস্তাব দেওয়ায় পরিচালককে থাপ্পড় (ভিডিও)


প্রকাশিত: ০৫:২০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

কুপ্রস্তাব দেওয়ায় মঞ্চে উঠে চলচ্চিত্র পরিচালককে থাপ্পড় মারলেন অভিনেত্রী। ভারতের অনলাইন সংবাদমাধ্যম এপিবি নিউজে বলা হয়েছে মুম্বাই ক্যান ড্যান্স সালা সিনেমার গানের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। সে সময় ওই অভিনেত্রীর বন্ধু রাখী সাওয়ান্তও মঞ্চে উপস্থিত ছিলেন।

একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে সিনেমার পরিচালক শচীন্দ্র শর্মা ও রাখী সাওয়ান্ত কথা বলছেন। সে সময় হঠাৎই মঞ্চে এসে পরিচালককে সপাটে থাপ্পড় মারেন অভিনেত্রী মনীষা কুমারী। থাপ্পড় খেয়ে পরিচালকও তার দিকে তেড়ে যান। তবে রাখীর মধ্যস্থতায় তারা দু`জনেই মঞ্চ থেকে নেমে যান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনীষা ও রাখী। মনীষার অভিযোগ, `পরিচালক প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব না মানায় তাকে মারধরও করেন। তাই পরিচালককে শিক্ষা দিতেই সবার সামনে তাকে থাপ্পড় দেন তিনি`।

অভিযোগকারীকে নিজের বন্ধু বলে দাবি করে রাখী সাওয়ান্ত বলেন, পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। তবে এটাকে মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি করেছে পরিচালক শচীন্দ্র শর্মার পরিবার। তারাও থানায় এ অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

                

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।