বোম্বাইরিয়া ছবিকে রিচার না


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

সাইফ আলি খান অভিনীত ইন্দো-ব্রিটিশ প্রজেক্ট ‘বোম্বাইরিয়া’ থেকে বেরিয়ে গেলেন রিচা চাড্ডা। প্রযোজকদের মাথায় হাত। জানুয়ারিতেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু রিচা বেঁকে বসায় শুটিং অনিশ্চিত হয়ে পড়ল।

ইন্দো-ব্রিটিশ যৌথ ব্যানারের ছবিতে সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবু সেটা হাতছাড়া করলেন কেন রিচা? ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ফুকরে’, ‘রামলীলা’সহ কিছু ছবিতে রিচার অভিনয় সকলে মনে রেখেছেন। তিনি সংখ্যায় নয়, কাজে বিশ্বাসী। তাই বলিউডের অন্যান্য অভিনেত্রীদের মতো একাধিক ছবিতে কাজ করার তাগিদ তাঁর নেই।

‘বোম্বাইরিয়া’ ছবির শুরুতে প্রযোজকরা যখন তাঁর সঙ্গে যোগাযোগ করে, তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সুধীর মিশ্রর ‘অউর দেবদাস’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাই অক্টোবরে শুটিং শুরুর কথা থাকলেও জানুয়ারির আগে কিছুতেই সময় দিতে পারবেন না তিনি। সেইমতো প্রযোজকদের সঙ্গে চুক্তিও হয় তাঁর।

কিন্তু এইসব লেখা শর্ত উল্লেখিত চুক্তিপত্র তাঁদের তরফ থেকে এখনও এসে পৌঁছয়নি রিচার কাছে। তাই তিনি কাজ না করার কথা জানিয়ে দিয়েছেন। বলছেন, রিচার ম্যানেজার। এদিকে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও হঠাৎ রিচার ছবি থেকে পিছু হটায় শুটিং অনিশ্চিত হয়ে পড়েছে। রিচা এবং সাইফ ছাড়াও এই ছবিতে অভিনয় করছিলেন কঙ্গনা রানাওয়াত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।