আলিশার নতুন উদ্যোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

অভিনেত্রী আলিশা প্রধান এক সময় নিয়মিত অভিনয় করতেন। এখন তার পরিচয়ের পরিধি আরও বেড়েছে। এ অভিনেত্রী তৈরি করেছেন অনলাইনভিত্তিক চ্যানেল হারনেট টিভি। প্রতিষ্ঠা করেছেন হারনেট ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশনের উদ্যোগে চলছে ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্ট। যেখানে তরুণরা নানা সমস্যা ও উত্তরণের না পথ নিয়ে কথা বলছেন। গত ১৩ ডিসেম্বর হলো বাংলাদেশের ইইউ দূতাবাসের সহযোগিতায় ফরাসি দূতাবাসে ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্টের চতুর্থ পর্ব।

এতে অংশ নেয় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা। ফরাসি দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান। সভাপতিত্ব করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসডুপে। উপস্থিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহানও।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন হারনেট টিভি এবং হারনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আলিশা প্রধান নিজেই।

আরও পড়ুন: অপুর সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন ফারজানা মুন্নী

এমন উদ্যোগ প্রসঙ্গে আলিশা বলেন, ‘একটা দেশের সর্বোচ্চ সম্পদ হলো তারুণরা। তাদের রাইট ট্র্যাকটা দেখাতে হবে। তাদের যদি স্বপ্ন দেখাতে পারি, তোমরা হতে পার নেক্সট মার্ক জাগারবার্গ, নেক্সট শেখ হাসিনা বা নেক্সট কাজী নজরুল ইসলাম। তাহলে অনেক ইতিবাচক কিছু ঘটবে। এমন ভাবনা থেকেই হারনেট ফাউন্ডেশনের এ ধারাবাহিক কাজ।’

এ অভিনেত্রী জানান, ‘টেকশই আগামীর জন্য আজকের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে তারা কাজ করছেন। চতুর্থ পর্বে উপস্থিত ছিলেন হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, হারনেট টিভি চেয়ারপার্সন হোসনা প্রধান, ইউল্যাবের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর জুড ডব্লিউ আর জেনিও, সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট, বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, জোন্টা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট দিলরুবা আহমেদ, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত, বাংলা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান।

ফাউন্ডেশনটি জানায়, সমাপনী পর্বটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের অংশগ্রহণে ২৩ ডিসেম্বর সৌদি আরব দূতাবাসে অনুষ্ঠিত হবে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।