সালমানের অজানা তথ্য


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৪

বলিউডের `দাবাং` খান তিনি। এখন পর্যন্ত বলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলরও। তাঁর জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনাবলীর সাক্ষী যেমন আমরা, তেমনি তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্যও রয়েছে। আজ আপনাদের জন্য রইল সেই সব অজানা কিছু কথা।

সালমানের আসল নাম আব্দুল রসিদ সেলিম সালমান খান। ওকে যদি সল্লু বলে ডাকা হয়‚ তাহলে উনি খুব রেগে যান। অভিনয় শুরু করার আগে উনি মডেলিং করতেন। তাঁর প্রথম আয় ছিল মাত্র ২৫০ টাকা। সুপারহিট বাজিগর ছবি প্রথমে ওকে অফার করা হয়। কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না বলে ছবিটা করেননি উনি। আর এই ছবি পাল্টে দিল শাহরুখের ভাগ্য।

সালমান প্রথম প্রেমে পড়েছিলেন ১৫ বছর বয়সে। আর মেয়েটি ছিল দিলীপ কুমার ও সায়রা ভানুর ভাগ্নি সাহিন জাফরি। সালমান বীর বাগি এবং চন্দ্রমুখী ছবির চিত্রনাট্য লিখেছেন। সালমান খান কখনও ওর কোনো ছবির রিভিউ পড়েন না।

সালমান কখনও সুতির রুমাল ব্যবহার করেন না। তার বদলে ওর পছন্দ মখমল। সালমান একজন খুব ভালো সাঁতারু। `রেড টেপ` জুতো প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেও উনি খালি পায়ে ঘুরতেই পছন্দ করেন।

সালমান খান গাড়ি খুব ভালোবাসেন। প্রধানত বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্চ আর ল্যান্ড ক্রুজার ওর খুব প্রিয়। মাঝে মাঝেই কো-স্টারদের গাড়ি উপহার দেন উনি। সালমান অন্তত ওর বাবার একটা ছবির রিমেক তৈরি করতে চান। কিন্তু কোনটা তা এখনও ঠিক করে উঠতে পারেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।