ওস্তাদ রশিদ খান মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

চলে গেলেন ভারতের শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান রশিদ খান। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।

বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওস্তাদ রশিদ খান। মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। শোনা গিয়েছিল, স্ট্রোকের ফলে তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।

জানা গেছে, কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এ শিল্পী। তবে আজ (৯ জানুয়ারি) সকালে হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তার মৃত্যুতে ভক্ত-অনুরাগীরা শোক প্রকাশ করছেন।

আজ সকালের দিকে রশিদ খানের স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ‘শিল্পীর অবস্থা অতি সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।