অভিনয়শিল্পী খুঁজছেন আশীষ খন্দকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

দেশের গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, অনুবাদক আশীষ খন্দকার। বর্তমানে তিনি সিনেমা, ওটিটিতে হাজির হন চমক জাগানিয়া সব চরিত্র নিয়ে। এর পাশাপাশি তিনি সরব আছেন মঞ্চেও। স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার নামে নাট্যদলের মাধ্যমে নিয়মিত মঞ্চ নাটক প্রদর্শন করেন এ অভিনেতা।

সেই দলের নতুন দুটি প্রযোজনা তৈরি করতে যাচ্ছেন আশীষ খন্দকার। তাতে তিনি নতুন অভিনয়শিল্পী ও কলাকুশলী নিতে চান। নাটকগুলো হলো- ‘চ্যাপলিন’স কফিন’ রচনা জুয়েল কবির এবং ‘স্টেজ ডোর’ রচনা করেছেন আশীষ খন্দকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ফারিণ-তৌসিফের অন্যরকম প্রেম

এ প্রসঙ্গে আশীষ খন্দকার বলেন, অভিনয় রীতিকলার প্রতি আগ্রহ আছে, সময় জ্ঞান আছে, শিল্পের প্রতি ভালোবাসা আছে এবং অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান এমন কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনয়শিল্পী খুজঁছেন আশীষ খন্দকার

স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার থেকে জানা যায়, সপ্তাহের শুক্র এবং শনিবার সন্ধ্যায় মহড়া অনুষ্ঠিত হয়। আগ্রহীরা সিভি পাঠান fridaytheatreschool@gmail.com – এ ই-মেইলে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে: 01714361054 সিভি পাঠানোর শেষ সময় ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে থেকে কর্মশালার মাধ্যমে দলভুক্ত করবেন।

অভিনয়শিল্পী খুজঁছেন আশীষ খন্দকার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: স্ত্রীকে খোলাচিঠিতে আফজাল হোসেনের প্রশ্ন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে বাবা-মায়ের প্রেরণায় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন আশীষ খন্দকার। সেই আশির দশকে, ছাত্রাবস্থায় মঞ্চের সঙ্গে তিনি যুক্ত। তিনি পড়েছেন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি)। এর পাশাপাশি বিশেষ শিশুদের ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’ পরিচালনা করেন আশীষ খন্দকার।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।