নজরুলসংগীত নিয়ে ড. লীনা তাপসী খানের ২ বই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

নজরুল সংগীতশিল্পী অধ্যাপক ড. লীনা তাপসী খান নজরুলের গান ও সাহিত্য নিয়ে গবেষণা করছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার তিনি কাজী নজরুলের অমর সৃষ্টি গান নিয়ে দুটি গবেষণাধর্মী বই লিখেছেন। এ বই দুটির নাম হচ্ছে ‘কাজী নরুলের সংগীতচিন্তা’ ও ‘কাজী নজরুল ইসলামের সংগীত ভাবনা’।

লীনা তাপসী খানের বই দুটি প্রকাশ করেছে যথাক্রমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আগামী প্রকাশনী। একুশের বইমেলায় বই দুটি পাওয়া যাচ্ছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আগামী প্রকাশনীর স্টলে।

‘কাজী নরুলের সংগীতচিন্তা’ বইটি সম্পর্কে লীনা তাপসী খান বলেন, এ বইটিতে আমি কাজী নজরুল ইসলামের উপর আমার জীবনের যা কিছু ভাবনা চিন্তা বা গবেষণার কাজ ছিল সেগুলো সংকলিত করেছি। এবং যে বিষয়গুলো নিয়ে আমার লিখতে ইচ্ছে করেছে সে লেখাগুলোকে স্থান দিয়েছি। গানে গানে নজরুলের যেসব ভাবনা রয়েছে সেগুলো তুলে ধরেছি।

অন্যদিকে ‘কাজী নজরুল ইসলামের সংগীত ভাবনা’ নিয়ে লীনা তাপসী বলেন, এ বইটি আমি উৎসর্গ করেছি আমার ওস্তাদ, গুরু ও উপমহাদেশের উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীতের ওস্তাদ ধীরেন্দ্র চন্দ্র মিত্রকে। এ বইটিতেও নজরুল সংগীত নিয়ে বিশেষ কিছু প্রবন্ধ রয়েছে।

আরও পড়ুন>>> নতুন পরিচয়ে লীনা তাপসী খান

এদিকে লীনা তাপসী খান সম্প্রতি বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গান গেয়েও প্রশংসা কুড়িয়েছেন।

লীনা তাপসী খান নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করছেন। সেই সঙ্গে বাংলাদেশ বেতারে নজরুল সংগীতের গবেষণা বিষয়ক ‘দোলনচাঁপা’ শিরোনামের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করছেন।

লীনা তাপসী খান গানের পাশাপাশি প্রায় চার দশক ধরে নজরুল চর্চা করে আসছেন। বাবা এম এ খানের হাতে ধরে তার সংগীত অঙ্গনে পথচলা শুরু। পরে তিনি নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী খালিদ হোসেন এবং শেখ লুৎফর রহমানের কাছে নজরুল সংগীতে তালিম নিয়েছেন। কলকাতার ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কাছেও দীর্ঘদিন নজরুল সংগীত শিখেছেন।

এছাড়া লীনা তাপসী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ‘নজরুলের গানে রাগের ব্যবহার’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে সংগীত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।