পোশাক বিতর্কে বিপাশা


প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

সম্পর্ক ভাঙার পর কী আরও বেপরোয়া হয়ে পড়েছেন বিপাশা? হয়তো আর কোনও পিছুটান নেই বলেই তিনি আর কোনও কিছুকেই ততটা পাত্তা দিচ্ছেন না। নাহলে সবেমাত্র ‘অ্যালোন’ ছবিতে তাঁর ডেয়ারিং লুক মুক্তি পাওয়ার পর থেকেই এত সমালোচনা শুরু হয়েছে, অথচ তা নিয়ে আদৌ মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী।

যে স্টিলটি মুক্তি পেয়েছে তাতে তিনি বিকিনি পরেননি ঠিকই, তবু একটি হাই স্লিট গাউনে নিজেকে পরিবেশন করেছেন তিনি। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় উঠেছে। পোশাকটি নাকি আদৌ তাঁকে মানায়নি। শরীরে যথেষ্ট চর্বি জমেছে তাঁর। অথচ এই ধরনের পোশাক পরার জন্য একটু স্লিম ফিগারই বাঞ্ছনীয়। ওসব নিয়মের তোয়াক্কা করছেন না তিনি।

শোনা গিয়েছে, এই ছবিতেই নাকি তিনি আরও একবার অনস্ক্রিন নগ্ন হয়েছেন। এই হাই স্লিট গাউনেই যদি তিনি এতটা বেমানান হয়ে থাকেন তাহলে…থাক বাকিটা লেখাটাও ততটা শোভন নয়। তবু এসবেও দমছেন না বিপাশা। কামব্যাকের জন্য মরিয়া তিনি। যদিও ছবির পোস্টার কিংবা ফার্স্ট লুক দেখে দর্শকরা মুগ্ধ। কিন্তু বিপাশার মেদবহুল চেহারায় হাইস্লিট গাউনটা মেনে নিতে পারছেন না কোনও অনুরাগীই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।