সাংবাদিক মাহি


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

এবার সাংবাদিক রূপে পর্দায় উপস্থিত হচ্ছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২৬ ডিসেম্বর মুক্তি পাবে মাহি অভিনীত `দেশা দ্য লিডার` ছবিটি। এই ছবিটিতে মাহি সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে রোমন্টিক এবং অ্যাকশন লেডি চরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার সাংবাদিক চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছেন মাহি। পাশাপাশি এই ছবিতে একটি গানও লিখেছেন তিনি।

`দেশ দ্য লিডার` ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। আর প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। চ্যানেল নাইন্টি নাইনে দেশের পরবর্তী নেতা খোঁজার জন্য আয়োজিত এক রিয়েলিটি শোকে ঘিরে ছবির কাহিনী আবর্তিত হয়েছে।

এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নতুন মুখ শিপন। এ ছাড়া আরও আছেন- তারিক আনাম খান, শিমুল খান, টাইগার রবি, মনজুরুল করিমসহ অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।