যুক্তরাষ্ট্রে মুক্তি পেল দ্য ইন্টারভিউ


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সনির কমেডি ফিল্ম ‘দ্য ইন্টারভিউ’। উত্তর কোরিয়াকে বিদ্রূপ করে তৈরি এই ছবিটি মুক্তি দিলে জাপানভিত্তিক কোম্পানি সনিতে সাইবার হামলা চালানো হবে, এমন হুমকির মধ্যেই দ্য ইন্টারভিউ অবমুক্ত হলো। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বড়দিনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সিনেমা হলে দ্য ইন্টারভিউ মুক্তি পেয়েছে। সনি এটাকে ‘সীমিত পরিসরের মুক্তি’ বলে অভিহিত করেছে।

এদিকে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই অনলাইনে মুক্তি দেওয়া হয় দ্য ইন্টারভিউ। মার্কিন দুই কৌতুকাভিনেতা সেথ রজেন ও জেমস ফ্রাঙ্কো এই মুভিতে অভিনয় করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক পাইলট কীভাবে উত্তর কোরিয়ার প্রধানশাসক কিম জং উনকে হত্যা করছে, এই নিয়ে মুভি দ্য ইন্টারভিউ। এই মুভির খবরে উত্তর কোরিয়া সনির করপোরেট নেটওয়ার্কে সাইবার হামলা চালায়।

উত্তর কোরিয়া অবশ্য বলেছে, তারা ওই হামলা চালায়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, সাইবার হামলাটি উত্তর কোরিয়াই চালিয়েছে। তবে উত্তর কোরিয়া হুমকি দেয়, মুভিটি মুক্তি দিলে সনির মূল সাইটে সাইবার হামলা চালাবে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।