বিগ বি হাতে যশ চোপড়া স্মৃতি পুরস্কার


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

অমিতাভ বচ্চনের মাথায় জুরল খ্যাতির আরও একটি পালক। বলিউড শাহেনশাহকে যশ চোপড়া স্মৃতি পুরস্কারে সম্মানিত করল মহারাষ্ট্র সরকার। পুরস্কার গ্রহণের ছবি টুইটারে পোস্ট করেছেন অমিতাভ।
 
টুইটারে ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, আজ রাতে যশ চোপড়া স্মৃতি পুরস্কারের মঞ্চে আমি সম্মানিত ও কৃতজ্ঞ...খুব নস্টালজিক মুহূর্ত। অন্য একটি টুইটে লিখেছেন, মহারাষ্ট্র সরকার আমাকে এই সম্মান দিল। উপস্থিত ছিলেন বহু মন্ত্রী ও সম্মানিত ব্যক্তিরা।

যশ চোপড়ার সঙ্গে প্রচুর হিট ছবিতে কাজ করেছেন অমিতাভ। দিওয়ার(১৯৭৫), কভি কভি(১৯৭৬), ত্রিশূল(১৯৭৮), কালা পাত্থর(১৯৭৯), সিলসিলা(১৯৮১), মহব্বতেঁ(২০০০), বীর জারা(২০০৪), বান্টি অউর বাবলি(২০০৫) এর মধ্যে অন্যতম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।