সাইফের ওপর হামলা, তল্লাশি শেষে আটক ১

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫
সাইফ আলি খান

সাইফ আলি খানের ওপর হামলাকারীকে ধরার জন্য গতকাল (১৬ জানুয়ারি) থেকেই ব্যাপক তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। অবশেষে আজ (১৭ জানুয়ারি) ধরা পড়েছেন একজন সন্দেহভাজন। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই এ দুষ্কৃতিকারীর সন্ধান পায় পুলিশ। সে সময় তাকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। এরপরই আটক করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর পরিচিত। সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি তাকে। পুলিশের ধারণা সাইফদের বাড়ির ভেতরটা ওই হামলাকারীর চেনা। পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছাতে সে অগ্নিনির্বাপক ব্যবস্থার লাইন ব্যবহার করেছিল।

পুলিশের হাতে একজন আটকের কয়েকটি দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। প্রশাসনের আরও অনুমান, সাইফদের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী পোশাকও বদলে ফেলে। পুলিশ এরই মধ্যে ২০টি দলে ভাগ হয়ে ঘটনার তদন্তে নেমেছে।

এমএমএফ/এমএস/আরএমডি

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।