টার্গেটে ছিলেন শাহরুখ খানও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫
শুধু সাইফই নন, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলাকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে চিরুনি অভিযান চালিয়ে আজ শুক্রবার তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু সাইফই নন, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও।

সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান

ওই হামলাকারী স্বীকার করেছে যে, সাইফ আলি খানের বাড়িতে হামলার মাত্র দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতেও ঢুকেছিল এক ব্যক্তি। যদিও সে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। কেবল বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, সাইফের হামলাকারীই মান্নাতের চারপাশ রেকি করতে সেখানে গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও গিয়েছিল মুম্বাই পুলিশের একটি দল। জানা গেছে, ঘটনার দুদিন আগে মান্নাতের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছয় থেকে আট ফুট লম্বা একটি লোহার মই ব্যবহার করে ওই ব্যক্তি মান্নাতে ঢোকার চেষ্টাও করে।

গতকাল বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলাকারীর ছবি। আজ শুক্রবার তাকে আটক করে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় পুলিশ এক ব্যক্তিকে পেয়ে যায় যার ছবি হুবহু মিলে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির সঙ্গে। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

গত বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুবৃত্তরা। সাইফের বাড়িতে ঘটে যাওয়া এই অঘটনে ভীত-সন্ত্রস্ত পুরো বলিউড।

আরএমডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।