ফেসবুকে শিশুদের ছবি পোস্ট করার ক্ষতিকর দিক


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৬ মে ২০১৬

নিজের সন্তানকে কে না ভালোবাসেন! আর তাই তো সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকে শিশুসন্তানের ছবি পোস্ট করেন অনেকেই। আর তাতে হুহু করে বাড়তেও থাকে লাইক-কমেন্টের সংখ্যা। একটু পরপর নিজের ফেসবুক একাউন্টে ঢুকে দেখে নেন কতগুলো লাইক-কমেন্ট এলো। কিন্তু আশানুরূপ লাইক আর কমেন্ট না এলেই মুশকিল। তখন মায়ের মনে শুরু হয় হাজারো খচখচানি। আর এই খচখচানি থেকে বাসা বাঁধছে এক কঠিন অসুখ। যার নাম ‘মানসিক হতাশা’।

শিশুদের ছবি পোস্ট নিয়ে মায়েদের এই আদিখ্যেতায় সম্প্রতি আমেরিকার ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির এক গবেষণাপত্র সামনে এসেছে। আর সেই গবেষণায় দেখা যাচ্ছে ফেসবুকে বাচ্চাদের ছবি পোস্ট করা নিয়ে মায়েদের মনে ‘হতাশা’ বাড়ছে।

মায়েদেরকে দু’দলে ভাগ করে এই গবেষণা চলে। এমন একদল মা-কে বাছাই করা হয় যারা অধিকাংশ সময় শিশুদের ছবি ফেসবুকে ছবি পোস্ট করছে। পাশাপাশি আর এক দল মা-কে রাখা হয় যারা সেভাবে ফেসবুকে শিশুদের ছবি পোস্ট করেন না।

দেখা যায়, যারা শিশুদের ছবি বেশি করে ফেসবুকে পোস্ট করছেন তারা আশাতিত লাইক বা কমেন্ট না পেলেই উদ্বেগ প্রকাশ করছেন। দিনের পর দিন এই উদ্বেগের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে তাঁদের মস্তিষ্কে প্রভাব পড়ছে। এর ফলে বাড়ছে হতাশা।

অপরদিকে, যেসব মায়েরা স্বাভাবিকভাবে ফেসবুকে বাচ্চার ছবি পোস্ট করেছিলেন তাদের মনে কিন্তু সেভাবে হতাশা গ্রাস করেনি।

সুতরাং, ছবি পোস্টে লাইক আর কমেন্টের চাহিদায় নিজেদের লোভ সংবরণ করতে পারলেই ভালো। এমনটাই বলছেন ওহিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।