প্রাণ জুনিয়র কিংডম ফেস্টিভ্যাল শুরু শুক্রবার


প্রকাশিত: ০৪:১৯ এএম, ০১ জানুয়ারি ২০১৫

শিশুদের নিয়ে প্রাণ জুসের পৃষ্ঠপোষকতায় আগামী ২ ও ৩ জানুয়ারি মোহাম্মদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণ জুনিয়র কিংডম ফেস্টিভ্যাল। মোহাম্মদপুরের ফিজিক্যাল মাঠে অনুষ্ঠিত হবে এ উৎসব।

উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী। প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, হেড অফ মার্কেটিং মোল্লা ওমর শরীফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।

প্রাণ জুনিয়র কিংডম ফেস্টিভ্যালে থাকছে মুভি থিয়েটার, বাম্পিং ক্যাসেল, পাপেট শো, ম্যাজিক শো এবং পেইন্টিং প্রতিযোগিতা। উৎসব চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসময় ৩-১০ বছরের শিশুরা মুভি, থিয়েটার, বাম্পিং ক্যাসেল, পাপেট শো, ম্যাজিক শো, আর্টসহ বিভিন্ন বিনোদন উপভোগ করতে পারবে।

একজন অংশগ্রহণকারীর সাথে সর্বোচ্চ ২ জন আসতে পারবেন। তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রাণ জুনিয়র ফ্রুট ড্রিংক এর খালি প্যাকেট সাথে নিয়ে আসতে হবে।      
            
উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান আবদুল্লাহ আবু সাইয়ীদ অনুষ্ঠানের শেষদিন ৩ জানুয়ারি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির মিডিয়ার পার্টনার হলো অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজটোয়েন্টিফোর.কম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।