রাশিফল : ২৩ জানুয়ারি


প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

মেষ: একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।

বৃষ: নিজ কৌশলে ব্যবসা বা কর্মক্ষেত্রে ঝামেলার মোকাবিলা। দুর্জনের প্রলোভনের ফাঁদ বিড়ম্বনায় ফেলে দিতে পারে।

মিথুন: কর্মে সংস্থা পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি-বিবাদে আত্মজনের সঙ্গে সম্পর্কহানির আশঙ্কা। যুক্তিপূর্ণ বক্তৃতায় শ্রোতাদের মন জয়।

কর্কট: শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যাওয়ার আশঙ্কা। মিষ্ট ভাষণে বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধার। স্পন্ডিলাইটিস জাতীয় পীড়ায় সমস্যা।

সিংহ: অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্বের ভারে শারীরিক ও মানসিক ক্লেশ। প্রেমপ্রণয়ের জটিলতায় হতাশা বাড়বে। সংক্রমণে জ্বরজ্বালা ও সর্দিকাশি।

কন্যা: দেরিতে হলেও কর্মকুশলতার স্বীকৃতি মিলতে পারে। উপার্জন বৃদ্ধির তাগিদে ভিন্ন পথ নিতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। দূরভ্রমণের যোগাযোগ হতে পারে।

তুলা: কর্মক্ষেত্রে বদলির সূত্রে দূরভ্রমণের সুযোগ। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালতে গড়াতে পারে। নেত্রপীড়ায় দুর্ভোগ।

বৃশ্চিক: কর্মে উন্নতির ইঙ্গিত ও বদলির সম্ভাবনা। বাধাবিপত্তি কাটিয়ে প্রেমপ্রণয়ে সাফল্য। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

ধনু: মাত্রাছাড়া জেদের জন্য আর্থিক ক্ষতি ও বিপদের আশঙ্কা। ছোটখাটো সমস্যাকে ঘিরে পরিবারে অশান্তি। সংক্রমণজনিত জ্বরজ্বালার জন্য দুর্ভোগ ও কাজকর্মে ব্যাঘাত।

মকর: বাঁকা পথে উপার্জনের প্রলোভন এড়াতে না-পারলে বিপদ। প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে কর্মস্থলে সমস্যামুক্তি।

কুম্ভ: ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে প্রেমপ্রণয়ে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে।

মীন: ব্যবসায় বাড়তি বিনিয়োগের জন্য আর্থিক পরিকল্পনা। অপ্রিয় সত্য কথা না-বলাই ভালো। হাঁপানিতে ভোগান্তি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।