সবচেয়ে কমবয়সী মা-বাবা!


প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৯ মার্চ ২০১৫

বিশ্বের সবেচেয়ে কমবয়সী বাবার বয়স ১৩ বছর আর মায়ের বয়স ১২ বছর। যুক্তরাষ্ট্রে গত বছরের এপ্রিলে ১২ বছর বয়সী ওই মা ৭ পাউন্ড ওজনের একটি মেয়ে সন্তানের জন্ম দেয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, উত্তর লন্ডনের ওই প্রাইমারী স্কুল ছাত্রী তার প্রতিবেশি এক ছেলের সাথে সম্পর্ক শুরুর পর ১১ বছর বয়সে গর্ভধারণ করে।

ডেইলী সানের খবরে বলা হয়ছে, কমবয়সী ওই দম্পতি একসাথে তাদের কন্যাসন্তানকে লালন-পালন করার পরিকল্পনা করছে।

এর আগে সবচেয়ে কমবয়সে মা হওয়ার রেকর্ড করেছিল তেরেসা মিডলটন। সে মা হয়েছিল ১২ বছর আট মাস বয়সে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।