এবার খোলা আকাশ দেখতে দেখতে বিমান ভ্রমণ!
বিমানে উড়ছেন। চোখের সামনে মেঘ, আকাশ, বাইরের সবকিছু হাত দিয়ে ছোঁয়ার দূরত্বে। ছোট্ট চৌকো জানালার বদলে ভাবুন তো এমন একটা ভ্রমণের কথা!
কল্পনার এই ভ্রমণও সত্যি করতে বিমানের নতুন নকশা নিয়ে এসেছে ‘টেকনিকন ডিজাইন প্যারিস’ নামের একটি কোম্পানি। টেকনিকন বিখ্যাত উদ্ভাবনী নকশার জন্য। কিন্তু এবারের বিমান নকশাটি তাদের জন্য সত্যিই বড় চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন তারা।
বাইরের সবকিছু দেখতে দেখতে যাওয়ার বিষয়টি করা হবে ডিজিটাল স্ক্রিনিং-এর মাধ্যমে। এই স্ক্রিন দিয়ে মুড়ে দেওয়া হবে বিমানের ভেতরের অংশ। বাইরে থাকবে শক্তিশালী ক্যামেরা। ক্যামেরায় ধারণ করা বহির্দৃশ্যই প্যানারমিক দৃষ্টিকোণে দেখবেন ভেতরের যাত্রীরা। প্রয়োজনে নিয়ন্ত্রিত দর্শনের সুযোগও রয়েছে পুরোমাত্রায়। সুতরাং স্বচ্ছ বিমানযাত্রায় আতঙ্কিত হওয়ার আশঙ্কা থাকছে না।![]()
শুধু তাই নয়, যে কোনো ব্যবসায়িক কনফারেন্স, তার প্রেজেন্টেশন অনায়াসেই করা যাবে এই বিমানের স্ক্রিনে। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখেই অবশ্য এগিয়েছিল টেকনিকনের এই বিমান নকশা প্রকল্প।
“ন্যাশনাল বিজনেস অ্যাসোসিয়েশনের শর্ত ছিল, ব্যাবসায়িক কনফারেন্সের উপযোগী করে বানাতে হবে এই নকশা। প্রেজেন্টেশনের সবরকম সুবিধাসহ। সেটা বাস্তবায়ন করতে গিয়েই এই অভিনব বিমানের নকশাটি আমরা করি”, জানিয়েছে টেকনিকন।
এরইমধ্যে এই দারুণ নকশাটি পেয়ে গেছে তার প্রাপ্যও। জিতে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল ইয়ট অ্যান্ড এভিয়েশন অ্যাওয়ার্ড’-এর এবছরের সম্মান।