রাশিফল : ২৮ মার্চ

মেষ: উপস্থিতবুদ্ধিতে শত্রুর চক্রান্ত বানচাল করে দিতে পারেন। ব্যবসায় বহু লাভের ইঙ্গিত। ভাইবোনের সঙ্গে বিরোধে পৈতৃক সম্পত্তির দখল পেতে সমস্যা।
বৃষ: বিতর্কিত উপায়ে উপার্জন নিয়ে ঝামেলার আশঙ্কা। বন্ধুর সহায়তায় সম্পত্তি-বিবাদের মোকাবিলা। সংক্রমণে ভোগান্তি।
মিথুন: বৈষয়িক গোলযোগে সংসারে অশান্তি বাড়বে। বুদ্ধির অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে নাজেহাল।
কর্কট: বন্ধুবান্ধবের বিরূপতায় মানসিক ক্লেশ। লেখাপড়ায় সন্তানের অমনোযোগ উদ্বেগ বাড়াবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে টানাটানি।
সিংহ: বিড়ম্বনার মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। প্রলোভনের ফাঁদ এড়াতে না-পারলে বিপদ।
কন্যা: জ্ঞাতির সঙ্গে সম্পত্তি-বিবাদে শান্তি ব্যাহত। পারিবারিক ঐক্য বজায় রাখতে গিয়ে ত্যাগ স্বীকার করতে হতে পারে।
তুলা: সাহস বা উদ্যমের ঘাটতিতে নতুন পরিকল্পনায় সাফল্য ব্যাহত হতে পারে। পড়শির কারসাজিতে পরিবারে অশান্তি। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।
বৃশ্চিক: নিজস্ব কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। পরোপকার শেষ পর্যন্ত বিড়ম্বনা ডেকে আনতে পারে। দেহারোগ্য, স্বাস্থ্যোন্নতি ও শারীরিক জটিলতার অবসান।
ধনু: অংশীদারের চক্রান্তে ব্যবসায় অবনতির আশঙ্কা। মিষ্টিমধুর কথাবার্তায় অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
মকর: হঠকারী সিদ্ধান্তে পরিবারে সমস্যা বাড়তে পারে। অধস্তন কর্মচারীর সহযোগিতায় কার্যোদ্ধার। থাইরয়েডের সমস্যায় দুর্ভোগ।
কুম্ভ: মৌলিক পন্থায় কর্মসমস্যার সমাধানে আত্মশক্তির প্রমাণ পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট। তৃতীয় জনকে ঘিরে প্রেমপ্রণয়ে জট।
মীন: অবশেষে বহু শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি মিলতে পারে। দুঃসাহসিক সিদ্ধান্ত না-নেওয়াই ভালো।
এআরএস/এমএস