রাশিফল : ০৩ এপ্রিল


প্রকাশিত: ০২:০৬ এএম, ০৩ এপ্রিল ২০১৫

মেষ:  কর্মস্থলে জট ছাড়িয়ে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি। প্রাপ্য অর্থ ফেরত পাওয়া মুশকিল। পারিবারিক ও টাকার সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে।

বৃষ: শেয়ারে বাড়তি লগ্নি থেকে বিরত থাকাই ভাল। কর্মক্ষেত্রে দূরসফরের খবর মিলতে পারে। আলসার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি।

মিথুন: সম্পত্তি-বিবাদে মানসিক শান্তি ব্যাহত হতে পারে। অতিরিক্ত খরচ সামলে ঋণ পরিশোধে আংশিক সাফল্য। সংক্রমণ ও হাঁপানিতে দুর্ভোগ।

কর্কট: গবেষণায় সাফল্য ও কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কোনও অতিথিকে ঘিরে পরিবারে অশান্তির আশঙ্কা। অযথা অপব্যয়ে সঞ্চয়ে ঘাটতি।

সিংহ: মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায়। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা। সম্পত্তির সুরক্ষায় আইনি ব্যবস্থা দরকার।

কন্যা: ভালো কাজের স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে। কর্ম পরিবর্তনের চেষ্টায় শুভ ইঙ্গিত। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজের পরিকল্পনা করা দরকার।

তুলা: ব্যবসায় সাফল্য সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। বিষয়সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ বাড়বে। জমিবাড়ি ক্রয়ের পরিকল্পনায় জ্ঞাতির বাগড়া।

বৃশ্চিক:  কর্মে অধ্যবসায় ও বহুশ্রমের বিলম্বিত স্বীকৃতি। ঈর্ষাপরায়ণ সহকর্মীদের চক্রান্ত ভেস্তে দিয়ে অগ্রগতি। সম্পত্তি ক্রয় আপাতত স্থগিত রাখাই সমীচীন।

ধনু:  প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। উন্নতি ব্যাহত হওয়ার আশঙ্কা। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে মনঃকষ্ট।

মকর:  কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে ক্ষতি। কোনো বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কুটুম্বস্থানীয় কারও কারসাজিতে সংসারে অশান্তি।

কুম্ভ:  কর্মসূত্রে দূরভ্রমণের সুযোগ আসতে পারে। জ্ঞাতিবিরোধ সামলে পরিবারের মানরক্ষা। সম্পত্তি কেনার পরিকল্পনায় সাফল্য।

মীন:  কর্মক্ষেত্রে অকারণ বিতর্কবিবাদে শান্তি ব্যাহত হতে পারে। গবেষণা সূত্রে বিদেশযাত্রার সুযোগ। স্পন্ডিলাইটিস জাতীয় পীড়ায় ভোগান্তি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।