রাশিফল : ২১ এপ্রিল
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাই আজ পথচলার নিদের্শিকা হবে। কর্মক্ষেত্রে নতুন তথ্যের সন্ধান পাবেন। তবে মাথা ঠাণ্ডা রাখা জরুরি। প্রেমযোগ নিশ্চিত, আসছে শুভদিন।
বৃষ (এপ্রিল ২০- মে ২০) : ইতিবাচক কাজের জন্য প্রয়োজনীয় যুক্তি খুঁজে পাবেন। ভালো মানুষের সঙ্গ জুটবে। ভালোবাসার দোলাচলে দুলতে পারেন। বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে যাওয়ার সুযোগ ঘটে যেতে পারে। বেকারদের কারো জন্য দিনটি বিশেষ কোনো রোমান্স বয়ে আনতে পারে।
মিথুন (মে ২১- জুন ২০) : পরিবারের ঝামেলা প্রিয় ব্যক্তি বা বন্ধুদের ওপর গিয়ে বর্তাতে পারে। কাল যেটাকে কালো আজ সেটাকে সাদা মনে হতে পারে। অর্থযোগ নিশ্চিত। বেকার জাতক-জাতিকার কারো জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
কর্কট (জুন ২১- জুলাই ২২): অংশীদারী ব্যবসায় আরও একটু সচেতনতা অবলম্বন করুন। প্রিয় মানুষকে আজ মোটেও অবহেলা করা চলবে না।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আজ অর্থ আসবে, যাবেও। দূরযাত্রায় তুষ্টিলাভ।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আর্থিক লোকসান পুষিয়ে নেয়ার সুযোগ আসবে। বেকারদের কেউ আজ চাকরিযুদ্ধে সফল হতে পারেন। শিক্ষার্থীদের কেউ দারুন সফলতা পাবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন অনেক বেশি। হৃদয়ঘটিত ব্যাপারে দারুন হিসাবের মুখোমুখি হতে পারেন। পথকে আজ মেপে চলুন সাবধানে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কর্মময় শুভদিন। প্রেমের আহ্বানে সাড়া না দিয়ে আজ উপায় থাকবে না। অর্থকড়ি আপনাকে কিছুটা টানের ওপরে রাখবে। দূরযাত্রায় সাবধানতা অনিবার্য।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): চাকরি বা পড়াশুনার জন্য যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তার নিয়মতান্ত্রিকতা বেড়ে যাবে অনেক বেশি। অর্থ আজ আসি আসি করছে। পাওনা টাকার দেখা পেতে পারেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : সামাজিক যোগাযোগের যেকোনো একটি মাধ্যমে একটি বার্তা পেতে পারেন। হঠাৎ করেই আপনার দুশ্চিন্তার পাল্লা ভারি হয়ে উঠতে পারে। উদ্বিগ্ন হওয়া নয় জয়ী হতে চাই ধীরবুদ্ধি। হাতের টাকা ফুরিয়ে যেতে চলেছে, খরচপাতি করা চাই সাবধানে। বেকার জাতিকার কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নিজের প্রতি যত্নশীল হওয়া জরুরি তারও আগে। ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে কেটে যেতে পারে বিকেলের বেশ কিছুটা সময়।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): অর্থযোগ নেই, তবে বিয়োগের খুববেশি তাড়া নেই। পরিবারের কল্যাণে কাঙ্ক্ষিত কারো সঙ্গে আজ পরিচয় ঘটবে। দীর্ঘ অপেক্ষার পরে পছন্দের মানুষের ইতিবাচক সাড়া পাবেন। শিক্ষার্থী জাতক-জাতিকার কারো উচ্চডিগ্রী লাভ করবেন। রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন জরুরি।
এএইচ/এমএস