বাণী-বচন : ০৫ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৩:০০ এএম, ০৫ আগস্ট ২০১৫

বাণী :

কান্না
যে কখনো রোদন করে নাই, সে মনুষ্য মধ্যে অধম। তাহাকে কখনও বিশ্বাস করিও না। নিশ্চিত জানিও সে পৃথিবীর সুখ কখনো ভোগ করে নাই। এর সুখও তাহার সহ্য হয় না । - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যৌবনে দুঃখ ছাড়া কান্না থাকে আর বার্ধক্যে থাকে কান্না ছাড়া দুঃখ। - জোসেফ রক্সি
কান্নার চেয়ে কোনো কিছু এত শীঘ্র শুকায় না। - রবার্ট ব্রাউনিং

মেয়ে মানুষেল কান্নার পিছনে সবসময় কারণ বা যুক্তি থাকে না। - হোমার
কান্না চোখের একটা মহৎ ভাষা । - রবার্ট হেরিক 

বচন
ন’মণ তেলও হবে না,
রাধাও নাচবে না।
অর্থ : অসম্ভব দাবি পূরণ করা যায় না এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।