চিকিৎসাখাতের যেসব চ্যালেঞ্জের কথা জানালেন স্বাস্থ্যের ডিজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১২ মে ২০২৫
সিভিল সার্জনদের সঙ্গে ফটোসেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, দেশের স্বাস্থ্যখাত নানা রকম জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত টেকসই এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি।

তিনি বলেন, স্বাস্থ্য ও সুচিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য প্রধানত স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট, পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব, অধিক শিশু ও মাতৃ-মৃত্যুহার, রোগ নির্ণয় ও ওষুধ ক্রয়ে জনগণের অধিক ব্যয়, খাদ্য দূষণ ও পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি, মানসিক স্বাস্থ্য সমস্যা ও বয়স্ক স্বাস্থ্য সমস্যাসহ জলবায়ু পরিবর্তন এবং অপুষ্টিজনিত সমস্যা রয়েছে।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যের ডিজি বলেন, দেশের প্রতিটি জেলায় স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি সিভিল সার্জন। মাঠ পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সংক্রান্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা। জুলাই বিপ্লবে আহতদের সেবাপ্রধানসহ হতাহতদের তালিকা প্রণয়নে সিভিল সার্জনরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, দেশের প্রতিটি মানুষ যেন মানসম্মত সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা পায় তার নিশ্চিত করতে সিভিল সার্জনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মান বজায় রাখতে দায়িত্বশীল নেতৃত্ব দেওয়া, সততা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন।

কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও উপস্থিতি নিশ্চিত করণ, জেলায় অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সম্প্রীতি ও সুসম্পর্ক উন্নতিকরণের লক্ষ্যে আন্তরিক চেষ্টা অব্যাহত রাখা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখা, তাদের সঙ্গে আত্মিক ও মানবিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হউন।

তিনি চিকিৎসাসেবার ঐতিহ্যকে সুপ্রতিষ্ঠিত করতে সিভিল সার্জনদের আত্মত্যাগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।