সুবিধাভোগীরা যেন ড্যাবের সদস্যপদ না পান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ এএম, ২৫ মে ২০২৫
ছবি- সংগৃহীত

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় নেতারা রাজধানীর চার হাসপাতালে সাধারণ চিকিৎসক তথা ড্যাবের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে যান। এ সময় ভোটার চিকিৎসকরা দাবি জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছরে যারা ড্যাব তথা জাতীয়তাবাদী দলের কোনো প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করেনি। স্বাচিপ তথা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছে, পদোন্নতি নিয়েছে এবং সুবিধা লাভের জন্য স্বাচিপের সদস্য পদ গ্রহণ করেছে, তারা যেন কোনোভাবেই ড্যাবের সদস্য পদ লাভ করতে না পারে। ভোটার না হতে পারে।

ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. আবুল কেনান, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. মেহেদী হাসান, ডা. জিননুরাইন নিউটন, ডা. মেহবুব কাদির, ডা. এরফানুল হক সিদ্দিকীসহ ড্যাব নেতারা চিকিৎসকদের সব দাবি শোনেন। নিজেদের বক্তব্যও তুলে ধরেন।

নেতারা বলেন, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ড্যাবকে আরও শক্তিশালী করা হবে। দীর্ঘদিন বৈষম্যের শিকার চিকিৎসকদের পদোন্নতি এবং পদায়নের জন্য জোরালো ভূমিকা রাখা হবে।

এসইউজে/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।