ফের উঁকি দিচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৪ জুন ২০২৫
ফাইল ছবি

ফের করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় (৩ জুন) ঢাকা ও রাজশাহীতে ৪০ জনের পরীক্ষায় ৯ জন শনাক্তের খবর পাওয়া গেছে। পূর্বের আক্রান্তদের মধ্যে এরইমধ্যে সুস্থ হয়েছেন দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ জুন ঢাকা মহানগরে ২৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। রাজশাহীতে ১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৪ জনের পজেটিভ পাওয়া গেছে।

করোনা ভেরিয়েন্ট আসার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে, ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১ জনের। এরমধ্যে আক্রান্ত পাওয়া গেছে, ২০ লাখ ৫১ হাজার, ৭২৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।

এসইউজে/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।