জুলাই বর্ষপূর্তি

১০০০ বাস-ট্রাক চালক পাবেন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৫ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পরিবহন সেবায় নিয়োজিত ১০০০ বাস ও ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এ উদ্যোগের মাধ্যমে চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তাদের মাধ্যমে জরুরি পরিবহন সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ২৯ ও ৩১ জুলাই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে মেডিকেল টিম মোতায়েন করে স্বাস্থ্যপরীক্ষা পরিচালনা করা হবে। ঢাকার তেজগাঁও ও জোয়ার সাহারা ডিপোতেও এ কার্যক্রম চলবে।

চালকদের স্বাস্থ্য পরীক্ষায় থাকবে প্রাথমিক স্বাস্থ্য মূল্যায়ন, ডায়াবেটিস, রক্তচাপ, চোখ ও শ্রবণ ক্ষমতা পরীক্ষা, যা রোগ প্রতিরোধে সহায়তা করবে। এ উদ্যোগে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সরবরাহেরও কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ উদ্যোগের মাধ্যমে সেবা চালু রাখতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসইউজে/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।