দেশে প্রতি ১০ লাখে করোনা শনাক্ত, সুস্থ ও মৃত্যুহার যত
দেশের মোট জনসংখ্যার ভিত্তিতে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১১ দশমিক ১১ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা পরীক্ষার ভিত্তিতে ১৯৫৫ দশমিক ১২ জন শনাক্ত হয়।
একইভাবে প্রতি ১০ লাখে গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা ১৬ দশমিক ১২ এবং এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ১৩৭১ দশমিক ৩৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য দশমিক ২৪ এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ দশমিক ২১।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে। শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে।
এমইউ/এমএসএইচ/পিআর