বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

বিদেশ গমনেচ্ছুদের করোনা নেগেটিভ সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি এক হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিদেশ গমনেচ্ছু স্মার্টকার্ডধারী যাত্রীরা সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ সুযোগ পাবেন। সম্প্রতি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিক শাখা উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ গমনেচ্ছুদের করোনা নেগেটিভ সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি এক হাজার ৫০০ টাকা ছিল। এর পরিবর্তে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের করোনা নেগেটিভ সনদ প্রদানের জন্য সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হলো।

নমুনা পরীক্ষা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।