করোনায় মৃতদের ৫৬ শতাংশের বেশি দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০২ জানুয়ারি ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৬ জন। এই ২৩ জনের মধ্যে ১৩ জনই (৫৬.৫২ শতাংশ) কিডনি জটিলতাসহ অন্যান্য দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে ভুগছিলেন।

তাদের মধ্যে দুইজন ডায়াবেটিস, একজন হাইপারটেনশন, ছয়জন হাইপারটেনশন ও ডায়াবেটিস, একজন হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি, একজন হাইপারটেশন ও কিডনি, একজন হাইপারটেশন, কিডনি ও ফুসফুস এবং একজন হাইপারটেশন, কিডনি ও হাইপোথাইরয়েড রোগে ভুগছিলেন।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর (১৮ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

এমইউ/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।