দেশে করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়াল
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৫ জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৬৫ জন। মোট ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। এ হিসেবে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।
এমইউ/এমএএইচ/এমএস