২৪ ঘণ্টায় মৃত্যু নেই ছয় বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৮ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী তিনজন। এর মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৪৭ জনে।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় চারজন ও চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়। বাকি ছয় বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ, কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (২৮ অক্টোবর) পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৮৪৭ জনে।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৫৪ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪২ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৯৫ জন, বরিশাল বিভাগে ৯৪৫ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৬৪ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৪৩ জনের মৃত্যু হয়েছে।

এমইউ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।