২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই চার বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ৩০ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে সাতজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে চার বিভাগে সর্বমোট আটজন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে দুইজন এবং খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

এ সময়ে বাকি চার বিভাগ- রাজশাহী, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (৩০ অক্টোবর) পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে সর্বমোট ২৭ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৫৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪৩ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৯৭ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৬৫ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪৩ জনের মৃত্যু হয়।

এমইউ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।