২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৬ বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তিনজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
দেশের আট বিভাগের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বাকি ছয় (খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) বিভাগে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে। আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ও ২১৫ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।
দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এর ১০ দিন আগে আট মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে আর সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।
এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৬৫ জন, রাজশাহীতে দুই হাজার ৪৬ জন, খুলনায় তিন হাজার ৬০২ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন এবং রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।
এমইউ/এমকেআর/জিকেএস