করোনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৮ নভেম্বর ২০২১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৩ জন, চট্টগ্রামে ১৬ জন, রংপুরে ১৮ জন, খুলনায় ২৪ জন, বরিশালে ২৫ জন, রাজশাহীতে ১৪ জন, সিলেটে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

এদিকে রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সকলেই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৯ জনে।

এমইউ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।