টিকা নিলেন আরও ১০ লাখের বেশি মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

দেশে করোনা টিকা গ্রহিতার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১১ কোটিতে। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

আজ রোববার (১৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ১১ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৬৬ জন টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম ডোজ ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআই্এস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রেরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ১০ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ২৩১ জন।

প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৫ হাজার ১২৬ জন ও নারী ১ লাখ ৯১ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ৯৮৮ জন ও নারী ৩ লাখ ৬২ হাজার ২৪৩ জন।

দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৫৯ জন, পাসপোর্টের মাধ্যমে ১১ লাখ ৫৬ হাজার ৪৩১ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৪৫৯ জন নিবন্ধন করেন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।