একদিনে টিকা নিলেন দুই লাখ ৩২ হাজার ৯৬৫ জন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় দুই লাখ ৩২ হাজার ৯৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৫ হাজার ৪২৬ জনকে, দ্বিতীয় ডোজ এক লাখ ২৭ হাজার ২৯৩ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ২৪৬ জনকে।
শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান টিকাদান কর্মসূচির আওতায় শনিবার পর্যন্ত দেশে ২২ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৮১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮৪২ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা নয় কোটি ১১ লাখ ৫৭ হাজার ৯২৬ জন এবং বুস্টার পেয়েছেন ৫৮ লাখ ১৩ হাজার ৪৬ জন।
২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদোগে দেশে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
এমইউ/ইএ/জেআইএম