আরও ৬২ জনের করোনা শনাক্ত, সংক্রমণ হার ১.৬৬
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে।
একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৬২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ।
বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি ল্যাবরেটরিতে তিন হাজার ৭৭৬টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ৩৪ হাজার ১৬৪টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭২। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম দেশে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এএএইচ/জিকেএস